June 4, 2023, 7:56 am
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধনুট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিহাটা গ্রামে ভারসাম্যহীন ছেলে কুপিয়ে আহত করেছে তোতা মিয়া (৬০) নামের বৃদ্ধ বাবাকে। তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছেলে তোফাজ্জল হোসেন (২৮) মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তোতা মিয়া ওই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, তোফাজ্জল প্রায় ১৫ বছর যাবত মানসিক ভারসাম্যহীন। তাকে প্রায় সময় বাড়ির লোকজন শিকল দিয়ে বেঁধে রাখে৷ গত রোববার তোফাজ্জল তার বাবা তোতা মিয়ার কাছে যেকোন বিষয়ে আবদার করে। তবে তোতা মিয়া রাজি না হওয়ায় তোফাজ্জল বাড়িতে থাকা কুড়াল দিয়ে বাবাকে কোপ দেয়। এতে তোতা মিয়া কাধে গুরুতর আঘাত পান।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানান, তোফাজ্জলকে তার নিজ বাড়িতে পরিবারের লোকজন আটকে রেখছে। এই বিষয়ে তোতা মিয়ার অবস্থা সাপেক্ষে পরিবার ব্যবস্থা গ্রহণ করবে।