June 4, 2023, 6:09 pm
দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে থানা বাসস্ট্যান্ড এলাকায় ৯২মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী প্রধান অতিথি হিসাবে এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউনুছ আলী মহলদার মানিক, রেজানুর তালুকদার রাজিব, প্রাক্তন শিক্ষক হারেজ উদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আখতারুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।
এডিপির অর্থায়নে এ ড্রেন নির্মাণসহ আরও ২টি প্রকল্পের নির্মাণ কাজ প্রায় ৯লাখ ৩৮হাজার টাকা ব্যয়ে মেসার্স এসটি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে।