October 13, 2024, 1:04 am
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ রেখে জিয়া পরিবারের জন্য কাজ করতে হবে। পদ-পদবী বড় বিষয় নয়। একজন তৃণমূলের কর্মীও পদ পদবী পাওয়া নেতাদের চেয়ে কোন অংশে কম নয়। বিএনপি দল নেতা ও কর্মীকে সমান ভাবে মূল্যায়ন করে। দলের মধ্যে পদের জন্য প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। শহীদ জিয়ার সৈনিকদের এক কাতারে এসে আগামী আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আওয়ামীলীগ সরকারকে উৎখাত করে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় বসাতে হবে।
গতকাল রবিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার নন্দগ্রামস্থ এলাকায় মাদলা ইউনিয়ন বিএনপির দ্ধি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাদলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, হামিদুল হক চৌধুরী হিরু, মোর্শেদ মিল্টন, শেখ তাহা উদ্দিন নাহিন। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু’র পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য এনামুল হক শাহীন, আবু শাহিন সানি, আজিজুর রহমান বিদ্যুৎ, হারেজ উদ্দিন, সাখাওয়াত হোসেন, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, মাদলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান, বিএনপি নেতা শামীম জায়দার, সবুজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।