September 18, 2024, 3:40 pm

বগুড়ার শাজাহানপুরে ৪কেজি গাঁজা সহ আটক ১

শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার মাঝিড়া বাজারের একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তার যুবক ২৮ বছর বয়সী আনজুরুল ইসলাম অপু। তিনি লালমনিরহাট জেলার সদর উপজেলার খোচাবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, অপু নাবিলা পরিবহন নামের একটি বাসে লালমনিরহাট থেকে গাঁজাসহ চট্টগ্রাম যাচ্ছিলেন।

যাত্রাপথে তিনি মাঝিড়া বন্দরের একটি হোটেলের সামনে অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অপু কাছে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,  গ্রেপ্তার অপুর বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD