March 29, 2024, 6:04 am

নিজ অবস্থানে দায়িত্ববান’ হওয়া কঠিন-বেনাপোলের সিপাই মরহুম আইয়ুব আলী স্মরণে

বেনাপোলের সিপাই মরহুম আইয়ুব আলী স্মরণে,

নিজ অবস্থানে দায়িত্ববান’ হওয়া কঠিন! কঠিন কাজ কিছু মানুষ সহজ করে নেয়। কালের আবহে তাঁরা মহৎ। অবলীলায় যাকে নির্ভর করা যায়। তাঁরা চাকরিতে পদ নির্বিশেষে সমীহে। কখনো বড়দের জন্যও উপমা। কখনো গোটা টীমের সমীহে স্পন্দনে! আমার সিপাই আইয়ুব আলী আখন্দকে স্মরণে কথাগুলো। আজ দুপুর দেড়টায় আইয়ুব মৃত্যুবরণ করেন। বয়স মাত্র ৪৮বছর। খুব কষ্টের একটা সংবাদ। জীবন্ত প্রাণবন্ত একজন মানুষ আড়াই ঘন্টার ব্যবধানে নেই। সকাল ১১টার দিকে কর্মস্থল বেনাপোল কাস্টম হাউসে স্ট্রোক করে। যশোর ২৫০ শ্য্যার হাসপাতালে ভর্তির পর মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। কমিশনার হিসেবে প্রায় দুবছর আট মাস বেনাপোলে চাকরিকালে আইয়ুব আলীকে পাই। দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা, পরিশ্রম, নির্ভরতা ও আনুগত্যে আদর্শ। তাঁর পদে অন্যদের জন্য দৃষ্টান্ত। যোগদানের পর নিবারক ও চোরাচালান দমন টীমের নিয়মিত সদস্য ছিলেন আইয়ুব। পরম বিশ্বস্ততার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। বেনাপোল কাস্টম হাউসের দু’শতধিক সংস্কারে আইয়ুবের অংশগ্রহণ পৃথকভাবে স্মরণযোগ্য। ২০১৮সালে আমার গঠিত চোরাচালান দমন টীমের ট্রেনে বাহিত চোরাচালানের পণ্য আটকের ছবিতে তাকে আটককারীদের সাথে দেখা যাচ্ছে। বগুড়া জেলার সন্তান আইয়ুব স্ত্রী, দুই পুত্র, আত্মীয় স্বজন, সহকর্মী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সহকর্মী আইয়ুব আলী আখন্দের আত্নার মাগফিরাত কামনা করছি। দোয়া করি। সবার যেতে হবে।আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD