April 20, 2024, 11:43 am

বগুড়ার ফটো সাংবাদিকরা আন্তর্জাতিক মানের ছবি তুলে গণমাধ্যমকে সমৃদ্ধ করেছে

বিশ্ব আলোক চিত্র দিবসে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ ১৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব থেকে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাফ উদ দৌলা ডিউক। এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ সভাপতি আব্দুস সালাম বাবু, সিনিয়র ফটোসাংবাদিক ঠান্ডা আজাদ। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত শানু, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, শফিউল আজম কমল, মহিত উল আলম মিলন, বজলুর রশিদ সুইট, আব্দুস সালাম, জাফর আহমেদ মিলন, আহমেদুল্লাহ্ মনু, রাজু আহমেদ, সিরাজলু ইসলাম সিরাজ, আব্দুল লতিফ, ফিরোজ পশারী রানা, সাবু ইসলাম, কামরুল হাসান কমল, আল-আমিন, দুলাল, রাজ্জাক, আলী হয়দার। আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যামেরা আামাদের সামনে তুলে ধরেছে অসংখ্য বিস্ময়কর ছবি। ছবির মাধ্যমে যেকোন বিষয় সহজেই তুলে ধরা যায়। ক্যামেরার ছবি ফুটিয়ে তোলে অনেক না বলা গল্পকে। একটি ছবি বুঝিয়ে দেয় হাজার শব্দকে। ফটোগ্রাফি হল এমন একটি বড় উদ্ভাবন যা গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। কোনও জায়গায় না গিয়েও আমরা ছবি, ভিডিয়োর মাধ্যমে সেই জায়গা সম্পর্কে জানতে পারি, দেখতে পাই। মুহূর্তের মধ্যে কোনও কিছু দেখার, জানার দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছে। বগুড়ার ফটো সাংবাদিকরা আন্তর্জাতিক মানের ছবি তুলে গণমাধ্যমকে সমৃদ্ধ করেছেন। ফটো সাংবাদিকগণ ঝুঁকি নিয়ে ছবি তুলে থাকেন। ফটোসাংবাদিকগণরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি তুলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন। বগুড়াকে আরো সামনে এগিয়ে নিতে ফটো সাংবাদিকদের অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান বক্তারা। খবর বিজ্ঞপ্তী

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD