March 28, 2024, 8:44 am

ভারতে ড্রোন উড়িয়ে ২ বাংলাদেশি গ্রেপ্তার

যমুনা নিউজ বিডিঃ ভারতের কলকাতায় ড্রোন উড়িয়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১০ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ শিফাত ও মোহাম্মদ জিল্লুর রহমান। তাদের বাড়ি রাজশাহী জেলার বাঘা এলাকায়।

কলকাতার ফোর্ট উইলিয়াম লাগোয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে ভিডিও শুটের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ফোর্ট উইলিয়ামের অন্তত ২কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে, গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা সেখানে ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞার বিষয়ে জানতেন না।

কলকাতা পুলিশ বলছে, যেহেতু দুই বাংলাদেশি ড্রোন উড়িয়ে ভিডিও তুলছিলেন, তাই তাদের আসল উদ্দেশ্য এবং ড্রোনের সাহায্যে তোলা ছবি খতিয়ে দেখছেন। তাদের আদালতে তোলা হলে ২৩ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভিক্টোরিয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হলেও পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফোর্ট উইলিয়াম-সহ একাধিক স্থাপনা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তার আগে জঙ্গি হামলার ভয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD