October 11, 2024, 11:05 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া আইডিয়াল স্কুলের খেলার মাঠ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গনে ৫নম্বর ওয়ার্ডবাসী এ আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার বানু, ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ঐ এলাকার সাইফুল ইসলাম লেবু, ফিরোজ, মিঠু শেখ, রাজু, মাহাতাব উদ্দিন, নিয়াজুল ইসলাম, মোশারফ, শ্রীদেবী, মামুন, সোহাগ, মাসুম, জলিল, প্রভাষক এম এ হাসান বিন কেরামত, রাফিউর রহমান রাফিসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বগুড়া শহরে আইডিয়াল স্কুল পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি স্কুল। যেখানে অনেক ছেলেমেয়ে লেখাপড়া করে। স্কুলের ছেলেমেয়েদের বিনোদন ও খেলাধুার জন্য এ মাঠ দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়। একটি কুচক্রিমহল অন্যায়ভাবে এ মাঠ দলখ করার জন্য পায়তারা করছে। তারা এখানে বহুতল ভবন নির্মান করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা কিছুতেই তাদের সফল হতে দেবো না। আশেপাশে আর কোন জায়না নেই। স্কুলের পরিবেশ এবং ছেলেমেয়েদের খেলাধুলার জন্য এ মাঠটি অত্যান্ত জুরুরি।
এসময় বক্তারা স্কুলের মাঠ রক্ষার্থে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।