admin
- Saturday, July 16, 2022 / 102 বার পঠিত
স্টাফ রিপোর্টার রাশেদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বগুড়ায় ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বাদ আছর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পৌর ছাত্রলীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের পরিচালনায় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মুকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ সভাপতি আবির হোসেন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী সরকার, সোহানুর রহমান, আসিফ শেখ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার, তানিন আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিক হাসান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেভিট মন্ডল, পৌর ছাত্রলীগ নেতা মারুফ, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ জয় সহ পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।