December 2, 2023, 8:48 am

বগুড়ায় প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষে নিহত ৪

কাহালু প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

আজ শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আবদুর রহমান, টগর, তানসেন আলী ও প্রাইভেটকারের চালক। তাদের মধ্যে আবদুর রহমানকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত শাকিলকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, নিহত ব্যক্তিরা নওগাঁর ধামইরহাট থেকে ক্যানসার আক্রান্ত রোগীকে নিয়ে চিকিৎসার জন্য বগুড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনে কালিয়াপুকুর নামক স্থানে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD