April 24, 2024, 7:02 am

নিরাপত্তায় সমস্যা ছিল, অস্বীকার করতে পারছি না: নারা পুলিশ প্রধান

যমুনা নিউজ বিডিঃ  জাপানের নারা শহরে নির্বাচনীক প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য প্রদানের সময় আততায়ীর গুলিতে প্রাণ হারান দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। শহরটির পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা বলেছেন, শিনজো আবের নিরাপত্তা নিয়ে যে কোনো সমস্যা ছিল না তা অস্বীকার করতে পারছি না। খবর সিএনএনের।

শনিবার (৯ জুলাই) সংবাদ সম্মেলনে নারা পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে দেখছে যে, আবে’র নিরাপত্তায় আসলে কী সমস্যা হয়েছিল যার কারণে মৃত্যুবরণ করতে হলো সাবেক প্রধানমন্ত্রীকে।

সশস্ত্র হামলা ও অপরাধে বিশ্বের মধ্যে সবচেয়ে নিচের দিকেই পাওয়া যাবে জাপানের নাম। দিনের আলোতে বক্তব্য প্রদানকালে আততায়ীর গুলিতে সাবেক একজন প্রধানমন্ত্রীর মৃত্যুতে তাই কেঁপে উঠেছে পুরো জাপান। বিস্মিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গন।

শুক্রবার (৮ জুলাই) জাপানের নারা শহরে উচ্চকক্ষে নির্বাচন উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রচারণায় রাস্তায় ছোট একটি জমায়েতের সামনে বক্তব্য প্রদানকালে আততায়ীর লক্ষ্যবস্তুতে পরিণত হন শিনজো আবে। এরপর ঘণ্টা পাঁচেক পর স্থানীয় সময় বিকেল ৫টা ৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৭ বছর বয়সী শিনজো আবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD