March 27, 2023, 10:46 pm
যমুনা নিউজ বিডিঃ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬৭ অতিরিক্ত ডিআইজি।
আজ শনিবার দুপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পুলিশ কর্মকর্তারা পবিত্র ফাতেহাপাঠ, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় পুলিশ সদর দফতর, গোপালগঞ্জ জেলা পুলিশ ও টুঙ্গিপাড়া থানা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।