February 1, 2023, 8:23 pm
যমুনা নিউজ বিডিঃ দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার বলেছেন, সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হলেও স্বাস্থ্য বিভাগ চিন্তিত। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কঠোর নির্দেশনা আসছে বলে জানা গেছে।
মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুন) করোনা নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে।আজই ঘোষণা আসতে পারে।
প্রাথমিকভাবে জানা গেছে, নির্দেশনায় বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ যে কোনো ধরণের জনসমাবেশ নিষেধাজ্ঞা আসতে পারে।
এর আগে রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনে। শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। এসময়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪০ জনে।
স্বাস্থ্যমন্ত্রী সেদিন বিকেলে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর,বিতে কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমরা দেশের টার্গেটকৃত প্রায় সবাইকেই টিকার আওতায় এনেছি। এতে সংক্রমণ এক শতাংশের নিচে চলে এসেছিল। আমাদের মৃত্যু প্রায় শূন্যের কোটায়। কিন্তু এখন আবার সংক্রমণের হার ১৫ শতাংশে উঠে এসেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।