March 29, 2024, 1:13 am

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি

যমুনা নিউজ বিডিঃ  সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ জুন) আদালতের কার্যক্রম চলাকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

এদিন আপিল বিভাগের বিচারকাজ শুরু হলে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আমাদের সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। দ্বৈত বেঞ্চের একজন করোনায় আক্রান্ত হলে ওই বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকে। করোনার কারণে অনেক গুরুত্বপূর্ণ বেঞ্চে বিচারকাজ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ‌‘এ অবস্থায় আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের জন্য বিষয়টি কঠিন হয়ে পড়ে। আপনারা সহযোগিতা না করলে আমাদের ভার্চুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। তারপরও ধৈর্য ধরেন আমরা দেখছি।‌’

এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমাদের অনেক আইনজীবীও করোনায় আক্রান্ত। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।’ পরে উদ্ভূত পরিস্থিতিতে আপাতত গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অগ্রাধিকার দিতে নির্দেশনা দেন প্রধান বিচারপতি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD