April 19, 2024, 11:46 pm

জয়পুরহাটে নবজাতক ছেলের নাম রাখা হলো ‘পদ্মাসেতু’

জয়পুরহাট জেলা প্রতিনিধি : এবার জয়পুরহাটে নবজাতক এক ছেলে শিশুর নাম রাখা হয়েছে ‘পদ্মাসেতু’। পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ রাত ১০টা ৫২ মিনিটে শহরের আমতলী এলাকার গ্রাজুয়েট জেনারেল হাসপাতালে ওই শিশুর জন্ম দেন বিথি বেগম নামে এক গৃহবধু। এসময় তার নাম রাখা হয় ‘পদ্মাসেতু’। নবজাতক ওই শিশুর বাবার নাম মিজানুর রহমান মোশারফ। তার বাড়ি জয়পুরহাট শহরের আরাফাত নগরের চামড়াগুদাম এলাকায়। তিনি জয়পুরহাট সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক।

শিশুটির বাবা মিজানুর রহমান মোশারফ বলেন, পদ্মাসেতু বাঙালি জাতির দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল। ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন করেছেন, এই দিনেই আমাদের কোল আলোকিত করে আমার ছেলে সন্তানের জন্ম হয়েছে। এজন্য আমি ও আমার পরিবার এই দিনটিকে স্বরণীয় করে রাখতে আমার ছেলের নাম ‘পদ্মাসেতু’ রেখেছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD