April 20, 2024, 4:29 am

বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ: সেনাবাহিনী

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের উত্তরে সীমান্তবর্তী অঞ্চল চেরনিহিভে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের ভূখণ্ড থেকে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করেছে। শনিবার (২৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড ফেসবুকে বলেন, স্থানীয় সময় সকাল ৫ টা নাগাদ চেরনিহিভ অঞ্চল ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছে। বেলারুশ থেকে থেকে এবং আকাশ থেকে দেশনা গ্রামকে লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এদিকে পশ্চিম ও উত্তর ইউক্রেনের সামরিক স্থাপনায় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক ভিডিও বার্তায় গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেন, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলে ইয়াভরিভ ঘাঁটিতে কৃষ্ণ সাগর থেকে ৬ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া উত্তর ইউক্রেনের ঝিতমির অঞ্চলের গভর্নর ভিতালি বুনেছকো বলেন, সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহত হয়েছে। জিতমির শহরের খুব কাছে এক সামরিক স্থাপনায় প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD