July 27, 2024, 6:07 am

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে হাতিরঝিলে লেজার শো

যমুনা নিউজ বিডিঃ প্রমত্তা পদ্মার বুকে বুক চিরে দাঁড়িয়ে আছে বহুল আকাঙ্ক্ষি স্বপ্নের পদ্মা সেতু। আজ (২৫ জুন) দুপুর ১২টার দিকে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিকে তাই উৎসবের আমেজ।

সেতুর উদ্বোধনকে ঘিরে মাওয়া ছাড়াও উৎসব ছড়িয়েছে রাজধানীসহ সারাদেশে। তারই রেশ ধরে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর হাতিরঝিল লেক। সেই সঙ্গে সন্ধ্যায় ঝিলের এম্ফি থিয়েটারে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজির মহড়া।

ইতোমধ্যেই সেতু বিভাগের আয়োজনে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড শোভা পাচ্ছে হাতিরঝিলে। সঙ্গে রয়েছে পদ্মা সেতুকে নিয়ে নানা ধরনের লেখা। পুরো হাতিরঝিল ছেয়ে গেছে এলইডির উজ্জ্বল আলোয়। বর্ণিল এমন সব আয়োজনে নতুন রূপ পেয়েছে রাজধানীর অন্যতম এই বিনোদনকেন্দ্রটি।

এদিকে, সন্ধ্যায় হাতিরঝিলের এম্ফি থিয়েটারে আয়োজন করা হয়েছে লেজার শো ও আতশবাজিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD