March 19, 2024, 6:21 am

রাশিয়ার দখলে ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় লিসিচানস্কের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিরস্কে জেলা স্থানীয় সময় শুক্রবার সকালে পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেছে। ইউক্রেনের একজন স্থানীয় কর্মকর্তা টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

হিরস্কের পৌরসভার প্রধান ওলেক্সি বাবচেঙ্কো একটি টেলিভিশনে বলেন, দুর্ভাগ্যবশত, আজ পর্যন্ত… সমগ্র হিরস্কে জেলা দখল করা হয়েছে। শহরের উপকণ্ঠে সাহায্য লড়াই চললেও শত্রুরা শহরে প্রবেশ করেছে।

হিরস্কে এবং এর আশেপাশের বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারানোর ফলে হিরস্কে এবং এর আশেপাশের অন্যান্য বেশ কয়েকটি বসতি হারানোর ফলে লুহানস্কের শেষ প্রধান ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ককেও রুশ বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানান, হিরস্কে এলাকায় দুই হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তাদের মধ্যে ৮০ জনেরও বেশি বিদেশি ভাড়াটে সেনাও রয়েছে বলে রাশিয়া দাবি করেছে। যদিও রাশিয়ার ওই দাবি রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD