July 27, 2024, 5:47 am

মহানবীকে কটুক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার রাশেদ :মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নূপুর শর্মা ও নবিন জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্য ও সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) বাদ জুম্মা বগুড়ার ঠনঠনিয়া খানকাহ্ শরীফ ও এলাকাবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে সাতমাথা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মিছিলে বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার, ভারতীয় পণ্য, বয়কট, বয়কট, বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান, নূপুর শর্মার বিচার চাইসহ মুসল্লিদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে ভারতীয় পণ্য বয়কটসহ হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেসিন বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই বারী, ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাযিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শাব্বির আহমদ উসমানী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন রাজু, বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জনাব আলহাজ্ব আব্দুর রহিম, জমিয়াতুল মোদার্রেসিনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব আবু বকর সিদ্দিক, ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মজিদ প্রমুখ। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোনো ধর্মের মনিষী বা নেতারা শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি। বক্তারা আরও বলেন, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা মুসলমান এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিবাদ না জানানোয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। মহানবীকে নিয়ে অবমাননাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন উপস্থিত মুসল্লিরা। সর্বশেষে ঠনঠনিয়া দরবার শরীফের পীর ছাহেব ও ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রাগেব হাসান ওসমানী জাতীয় সংসদে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সহ সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন বিজেপির আরেক নেতা নবিন কুমার জিন্দাল। বিষয়টি নিয়ে সারা বিশ্বের মুসলমানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD