March 28, 2024, 12:09 pm

চাল-চুলো ছাড়া ঋণ, দায় নিতে হবে: হাইকোর্ট

যমুনা নিউজ বিডিঃ  চাল-চুলো ছাড়া ঋণ নেওয়ায় দায় নিতে হবে বলে মত দিয়েছেন হাইকোর্ট। এসময় আদালত বলেন, বড় লোক হওয়ার এতই উচ্চাকাঙ্খা যে চাল নেই চুলো নেই কিন্তু এরপরেও নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন। এ ঋণের দায় হলমার্কের এমডির পাশাপাশি জেসমিন ইসলামকেও নিতে হবে।

বুধবার (২২ জুন) দুর্নীতির মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে রুল শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন। আদালতে এ সময় উপস্থিত ছিলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ।

আদালতে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আনোয়ারা এবং ম্যাক্স শিপিং স্পিনিং মিল নামে দুটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ৮৫ কোটি টাকা ঋণ নিয়েছে।

দুই পক্ষের শুনানি শেষে হাইকোর্ট ৩০ জুন জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর রায় দেওয়ার জন্য দিন ধার্য রেখেছেন।

২০১৬ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলা করা হয়। এতে দুদক ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের অভিযোগ আনে। এ মামলায় হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ব্যাংক কর্মকর্তাদের আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD