April 18, 2024, 4:44 pm

সিলেটের বন্যার্তদের জন্য যুক্তরাজ্যের ৫ কোটি টাকার জরুরি তহবিল

যমুনা নিউজ বিডিঃ সিলেট বিভাগে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার বেশি জরুরি তহবিল গঠন করেছে।
এক জরুরি বার্তায় বুধবার (২২ জুন) এ খবর জানিয়েছে বাংলাদেশে অবস্থিত বৃটিশ দূতাবাস।

সিলেটে বন্যার্তদের সহায়তায় জরুরি ত্রাণ দেবে যুক্তরাষ্ট্রসিলেটে বন্যার্তদের সহায়তায় জরুরি ত্রাণ দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, ‘বাংলাদেশে এ বছর বন্যার যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি তা হৃদয়বিদারক। আমরা আজ যে জরুরি তহবিল প্রকাশ করেছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি ও স্যানিটেশন এবং শিক্ষা উপকরণের মাধ্যমে অসহায়দের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।’

যুক্তরাজ্যের অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে এ বরাদ্দ করা হয়েছে। কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে এটি পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD