April 25, 2024, 6:44 am

বগুড়ায় নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন’ একাডেমিক ভবন উদ্বোধন

বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নব নির্মিত পাঁচ তলা বিশিষ্ট ‘বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বিয়াম ফাউন্ডেশন ঢাকা’র মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান ও বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়ার পরিচালক মোহাঃ আব্দুর রফিক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ (অ.দা) মুহাঃ মুস্তাফিজুর রহমান, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়ার সহকারী পরিচালক খায়রুল ইসলাম, সহকারী কমিশনার গাজী মইদুর রহমান, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোকেয়া পারভীন, সিনিয়র শিক্ষক রহিমা খাতুন, যাকিয়া খান লোদী, দিলরুবা সুলতানা, সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম ও ইউনুস আলীসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই একাডেমিক ভবন নির্মাণে অর্থায়ন করেন বিশিষ্ট শিল্পপতি, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ছেলে মোঃ মাসুদুর রহমান মিলন এবং বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সমাজের নিকট বগুড়ার প্রয়াত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের স্মৃতির স্মরণে এই একাডেমিক ভবনটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন একাডেমিক ভবন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD