April 26, 2024, 12:50 pm

চীনে বন্যা পরিস্থিতির অবনতি

যমুনা নিউজ বিডিঃ ভয়াবহ আকার ধারণ করেছে চীনের বন্যা পরিস্থিতি। দেশটির দক্ষিণাঞ্চলে গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর রয়টার্সের

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আরও এক সপ্তাহ চীনের অন্তত ৭টি প্রদেশে এমন ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশে। এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানি বাড়তে থাকায় অনেকেই আটকা পড়েছেন। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

পানির নিচে তলিয়ে গেছে মাইলের পর মাইল কৃষিজমি। পানিবন্দি বেশ কয়েকটি শহর। এর মধ্যে মেগাসিটি গুয়াংঝু থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে লাখো মানুষকে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD