March 28, 2024, 10:16 pm

বগুড়ায় বিষপানে অসুস্থ গৃহবধূর ২৪ দিন পর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারনে বিষপান করার ২৪ দিন পর সাথী বানু (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাথী বানু আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম কুমারপাড়ার জাকির হোসেনের স্ত্রী। আদমদীঘির বিহিগ্রাম কুমারপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জাকির হোসেনের সাথে কুন্দগ্রাম বাজার এলাকার আহম্মদ আলীর মেয়ে সাথী বানুর প্রায় আট বছর আগে বিয়ে হয়। তাদের জাহিন নামের ৫ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

সাথী বানুর বাবা জানান, বিয়ের পর মেয়ে জামাই বেশ সুখে থাকলেও প্রায় এক বছর পূর্ব হতে মেয়ে জামাইয়ের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। কলহের জেরধরে গত ২৭ মে রাত ৮টায় সাথী বানু তার স্বামীর বাড়ীতে বিষপান করে। তাকে মুমূর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ১৯ জুন সন্ধ্যা ৬টায় মারা যায়। পরদিন সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সাথীর ভাই রাব্বি জানায়, সাথীর মৃত্যুর খবর পেয়ে তার ভগ্নিপতি জাকির হোসেন গা ঢাকা দিয়েছে কুন্দগ্রাম মরদেহ দাফনেও শরীক হয়নি। মৃত সাথী বানুর স্বামীর বাড়ী বিহিগ্রামে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD