November 30, 2023, 10:02 am
যমুনা নিউজ বিডিঃ রাঙ্গামাটিতে গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদ ব্যবহার করে বিভিন্ন উপজেলায় চলাচল করা লঞ্চগুলোকে বেশ বিপাকে পড়তে হচ্ছে। ব্যহত হচ্ছে স্বাভাবিক নৌ-চলাচল।
এমতাবস্থায় পরিস্থিতি বিবেচনা করে কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতি।
প্রচণ্ড স্রোতের কারণে দুর্ঘটনার সম্ভাবনা থাকায় লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান লঞ্চ মালিক সমিতির নেতারা। আপাতত আগামী সোমবার (২০ জুন) একদিন লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, তীব্র স্রোতের কারণে লঞ্চ চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে। তাই যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা আপাতত আগামীকাল (সোমবার) একদিন লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। স্রোতের অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, অতি বর্ষণ ও সুবলংয়ে অতিরিক্ত স্রোতের কারণে আগামীকাল কাপ্তাই লেকে যাত্রীবাহী লঞ্চগুলোর চলাচল বন্ধ থাকবে।