March 27, 2023, 11:27 pm
ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের গতকাল বুধবার সকালে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ধুনট সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিন (৪৫), ধুনট পৌরসভার উত্তর অফিসারপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), মাটিকোড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রুবেল (৩৫) ও জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বনি আমিন, আব্দুল মান্নান ও রুবেলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে মদ্যপান করে ধুনট সিএনজি স্ট্যান্ড এলাকায় মাতলামি করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।
এছাড়া অপর আসামি শফিকুল ইসলামকে ওয়ারেন্টমুলে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।