September 24, 2023, 2:50 am
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এক্সিবিশনস প্রাঃ লিমিটেড আয়োজিত বগুড়ায় তিনদিন ব্যাপী প্রথম বারের মতো আন্তর্জাতিক মানের প্রদর্শনী মেডিক্যাল এন্ড হেল্থ কেয়ার এক্সপো-২২ বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে। বগুড়া শহরতলীর নওদাপাড়া মম ইন কনভেনশন সেন্টারে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি মাসুদুর রহমান মিলন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সিবিশনস প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, উক্ত প্রদর্শনী হসপিটলিটি এন্ড ভেন্যু পার্টনার মম ইন লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খাঁন ও লজিষ্টিকস্ পার্টনার ফিউচার ইভেন্ট এন্ড এক্সিবিশনস্ লিঃ এর পরিচালক শেখ পাপ্পু রাজ। এ প্রদর্শনী আগামী ১৮ জুন শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এ আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রায় বিশ্বের বেশ কয়েকটি দেশের ৫০টির অধিক হাসপাতালের সরঞ্জামাদি, চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক সরঞ্জাম, ল্যাব সরঞ্জাম এবং হাসপাতালের আসবাবপত্র, পুনর্বাসন সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, ফিটনেস এবং সুস্থ্যতা সরঞ্জাম, স্বাস্থ্যকর এবং ব্যক্তিগত ব্যবহৃত পণ্য, হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার তথ্য প্রযুক্তি, হাসপাতাল ওয়েষ্ট ম্যানেজমেন্ট এবং ডিসপোজেবল পণ্য প্রস্তুতকরক এবং সরবরাহকারী সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রদর্শনীটিতে অংশগ্রহণ করেছে।