June 1, 2023, 3:30 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম আরিফ ওরফে লিটন (৩০)। সে কাহালু উপজেলার উত্তর দেবখন্ড গ্রামের আফজাল হোসেনের ছেলে।
সোমবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে কাহালু উপজেলার ভালসুন নতুন বাজার এলাকা থেকে ডিবি পুলিশে লিটনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়৷
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার লিটনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এরপরেই তাকে কাহালু থানায় হস্তান্তর করা হয়।