March 23, 2023, 6:00 pm
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার বগুড়ার শিবগঞ্জ সোনালী ব্যাংক চত্বরে শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি’র আয়োজনে পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আলী আজগর তালুকদার হেনা। সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি নেতা তাহা উদ্দিন নাইন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা ডা. স্বাধীন, আঃ রাজ্জাক, এড. আব্দুল ওহাব, মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি নেতা ইদ্রিস আলী, আব্দুল করিম, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, খালিদ হাসান আরমান, স্বেচ্ছা সেবক দল নেতা মাসুম আহমেদ, রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।