November 30, 2023, 11:57 am
শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকা থেকে এক অজ্ঞাত নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
সোমবার (১৩ মে) রাত ৯ টাযর দিকে মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার মহাসড়ক থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন একটি নারী দিনের বেলায় রাস্তার ধার দিয়ে ঘোরাফেরা করছিল। রাত সাড়ে আটটার দিকে ঝড় বৃষ্টি আসলে সবাই বাড়িতে চলে যায়। ঝড়ের অজ্ঞাত নামা গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার উপর দিয়ে গাড়ি চলাচল করলে তার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়ারহাউজ সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, অজ্ঞাত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।