March 27, 2023, 11:02 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গভীর নলকুপের পাশে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। তার বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের ধলু প্রামানিকের ছেলে খাজা প্রমানিক (৫৫)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮টায় আদমদীঘির তিয়রপাড়া মৌজার জনৈক শফির উদ্দিনের গভীর নলকুপের (ডিপ) মেশিন ঘরের সামনে থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। পিবিআই লাশের আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয সনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে রবিবার (১২ জুন) তার স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহতের ভাই বাদশা জানায়, পারিবারিক কলহের কারনে রাগ করে গত ৪দিন আগে খাজা প্রামানিক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর তারা জানতে পারেন আদমদীঘিতে মরদেহ পাওয়া গেছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, খাজা প্রামানিকের মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারন জানা যাবে।