October 13, 2024, 2:29 am
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সঙ্গিত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। গতকাল শুক্রবার দিনব্যাপী বগুড়া শহরের মুজিবমঞ্চে নজরুল পরিষদ বগুড়ার উদ্যোগে এই কর্মসূচিগুলো পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডাঃ মকবুল হোসেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল পরিষদ, বগুড়ার সভাপতি এড. মন্তেজার রহমান মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বারের সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদ, বগুড়ার সাধারণ সম্পাদক হাকিম এম এ মজিদ মিয়া। অনুষ্ঠানে সাংস্কৃতিক ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি ও সঙ্গিত প্রশিক্ষক আসাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এড খোদাবক্স তালুকদার, কবিতা পাঠ করেন এড. নুরুল ইসলাম চৌধুরী, সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় সঙ্গিত পরিবেশন করেন মূহুর্ত সরকার, শ্রুতি দাস, নবনিতা ঘোষ, রাহুল, অর্পিতা কুন্ডু, নাজীফা তাসনিমসহ অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সহযোগি ছিলেন সংগঠনের সহ সভাপতি মোতাহার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে সঙ্গিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারিদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এছাড়া জাতীয় পর্যায়ে দেশত্ববোধক সঙ্গিতে চ্যাম্পিয়ন হওয়ায় বগুড়ার কণ্ঠশিল্পী নাজীফা তাসনিম লাবীবাকে বিশেষ সম্মানা প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তি।