March 28, 2024, 1:44 pm

নিজেকে ‘পিটার দ্য গ্রেট’ ভাবছেন পুতিন

যমুনা নিউজ বিডিঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার হারানো অঞ্চল ফিরিয়ে নেওয়া এবং রক্ষা করা প্রয়োজন। বৃহস্পতিবার দেশের তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বক্তব্যে পুতিন নিজেকে ‘পিটার দ্য গ্রেট’র সঙ্গে তুলনা করেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলাপে পুতিন সেন্ট পিটারর্সবার্গ জয় করে নতুন রুশসাম্রাজ্য প্রতিষ্ঠা করার সঙ্গে তার ক্রিমিয়া অঞ্চল সংযুক্ত করার তুলনা করেন।

পুতিন বলেন, পিটার দ্য গ্রেট যখন নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন, তখন কোনো ইউরোপীয় দেশ তাতে স্বীকৃতি দেয়নি। সবাই এটাকে সুইডেন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। রাশিয়া-ইউক্রেন-বেলারুশের জনগণ (স্লাভিক পিপল) ফিনো উগ্রিকদের সঙ্গে সর্বদা একসঙ্গে বসবাস করেছে। ওই অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল।

পুতিন বলেন, তিনি (পিটার) কী করেছিলেন, অঞ্চল ফিরিয়ে নিয়ে শক্তিশালী করেছিলেন। এখন সেই কাজ তার নিজের ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

সম্রাট পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার রূপকার বলা হয়। তিনি ১৬৮২ থেকে ১৭২৫ পর্যন্ত সমগ্র রাশিয়া শাসন করেন।
আল-জাজিরার প্রতিবেদন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD