October 11, 2024, 9:41 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সাড়ে পঁচিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী চামড়া গোদামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া বাজার এলাকার মৃত জালালের ছেলে রুবেল(৩২) এবং নারায়নগঞ্জের মজমিজি পূর্বপাড়ার আমিনুল হকের ছেলে আরিফ শেখ(৩৩)।
র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবেল ও আরিফকে সাড়ে ২৫ কেজি গাঁজা, তিনটি মোবাইল ও নগদ এক হাজার ৫০ টাকাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।