April 16, 2024, 6:25 pm

জাতীয় শিক্ষা সপ্তাহে আবারো জারিগানে চ্যাম্পিয়ন সরকারি আজিজুল হক কলেজ

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ জাতীয় পর্যায়ে জারী গান প্রতিযোগিতায় ঘ বিভাগে আবারো চ্যাম্পিয়ন হয়েছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার শিক্ষার্থী ও বগুড়া থিয়েটারের নাট্যকর্মী মাহবুবে সোবহানী বাপ্পি ও তার দল।৫২ থেকে ৭১ এর প্রেক্ষাপট নিয়ে জারী গানটি রচনা ও নির্দেশনা করেছেন দলনেতা সোবহানী বাপ্পি নিজেই। জাতীয় পর্যায়ে ৮টি বিভাগের মধ্যে রজশাহী বিভাগের এই জারীটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিজ্ঞ বিচারকদের মতে এই জারী গানটিতে লোক সংষ্কৃতির বিভিন্ন আঙ্গিক ব্যবহার করায় জারীটি আধুনিকতায় নান্দনিক ও ভিন্ন মাত্রা পেয়েছে।
সরকারি আজিজুল হক কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান আলীর পৃষ্টপোষকতায়, সার্বিক সহযোগীতায় ছিলেন সকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, প্রধান সমন্বয়ক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী।
 জারী গানের দোহারে অংশগ্রহণ করেন রবিউল করিম হৃদয়, সেরাজ উদ্দিন, সোহেল রানা, ঐশী রায়, মেহেরুন্নেসা ইতি, তাসনিম ত্রয়ী, শ্রুতি, সানোয়ার সিহাব, আহমেদ নিয়াম ও বায়েজীদ নিবির।
আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী জানান সরকারি আজিজুল হক কলেজ এখন দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডেও এই কলেজ তার শিক্ষার্থীদের মাধ্যমে অনন্য মর্যাদা বয়ে আনছে এতে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে এবং একই সাথে তিনি দলের সকলকে অভিনন্দন জানান। গত ৬ জুন ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় দলটি চ্যাম্পিয়ন হয়।
এর আগে ২০১৯ সালে দলটি জারীগানে চ্যাম্পিয়ন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD