August 15, 2022, 6:59 pm
চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ঘটনায় মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুন) চট্টগ্রাম মেডিক্যালে দায়িত্বরত জেলা এস আই আলাউদ্দিন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের দিন গুরুতর দগ্ধ অবস্থায় মাসুদ রানাকে চট্টগ্রাম মেডিক্যালে আনা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।