October 6, 2024, 2:06 am
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ছয় দফার উপর ভিত্তি করেই এ জাতির স্বাধীনতা সংগ্রামের পথ রচিত হয়েছিল।এই ছয় দফার ভিতরে দফা ছিল একটাই তা হল ‘ বাঙালি জাতির স্বাধীনতা’। এই ছয় দফার ভিত্তিতেই সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জিত হয়। সে কারণেই ঐতিহাসিক ছয় দফার তাৎপর্য বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ৭জুন মঙ্গলবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সকাল আটটায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচির শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, এডভোকেট তবিবুর রহমান তবি, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, এসএম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালিকুজ্জামান রাজা, আবু সেলিম, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, ইমরান হোসেন রীবন, কামরুল হুদা উজ্জল, গৌতম কুমার দাস, হেফাজত আরা মীরা, আব্দুস সালাম, কামরুল মোরশেদ আপেল, আমিনুল ইসলাম ডাবলু, সাবরিনা পিংকি, রাশেদুজ্জামান রাজন, সাব্বির আহমেদ শিশু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তী