March 29, 2024, 5:32 am

বিএফইউজে সভাপতির ওপর হামলার নিন্দা জানিয়েছে বিইউজে ও বগুড়া প্রেসক্লাব

যমুনা নিউজ বিডিঃ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুকের ওপর ছাত্রদল ও যুবদলের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) ও বগুড়া প্রেসক্লাব। সোমবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে’র সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিইউজে সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফ এ দাবি করেন। বিবৃতিতে জাতীয় প্রেসক্লাব চত্বরের মতো এলাকায় সাংবাদিকদের শীর্ষ নেতার ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বিইউজে ও প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে সভাপতির ওপর হামলা সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনলে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে।

উল্লেখ্য, রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রবেশের সময় ছাত্রদল-যুবদলের হামলার শিকার হন বিএফইউজে সভাপতি ওমর ফারুক। খবর বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD