April 19, 2024, 8:43 am

সীতাকুণ্ডে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

যমুনা নিউজ বিডিঃ  চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগে। এরপর ডিপোর কিছু কন্টেইনারে থাকা রাসায়নিকের কারণে সেখানে বারবার বিস্ফোরণ ঘটে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরাও রয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন ও বিস্ফোরণের এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দিতে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা তার শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD