March 28, 2024, 8:55 am

বগুড়ার শেরপুরে চাল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা ৮০ হাজার

শেরপুর প্রতিনিধি :বগুড়া অবৈধভাবে অতিরিক্ত চাল মজুতের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানটি পরিচালনা করেন।

রোববার (৫ জুন) জেলার শেরপুর উপজেলায় অভিযানটি চালানো হয়। ওই সময় দুইটি প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংস্থাটির সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শেরপুর উপেজলার শিনু ও রজনীগন্ধা রাইস মিল অবৈধভাবে অতিরিক্ত চাল মজুত রেখেছিল। অভিযানে সময় তারা ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন কাগজ দেখাতে পারেনি। এইজন্য শিনু রাইস মিলে ৩০ ও রজনীগন্ধা রাইস মিলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংস্থাটির অভিযানের সময় উপজেলা খাদ্য কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD