July 27, 2024, 5:17 am

শিক্ষার মান উন্নয়নে সকল পদক্ষেপ নেয়া হচ্ছে- এসপি সুদীপ

প্রেস বিজ্ঞপ্তি: সোমবার (১০ জুন) সকাল ১০টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু ভবনের ৪ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজের উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচন করে বঙ্গবন্ধু ভবনের ৪ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্নিগ্ধ আকতার, বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি নাসিমা খাতুন, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, কলেজ শাখা ইনচার্জ প্রভাষক শহীদুল ইসলাম, বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন, উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, ঠিকাদার মনিন্দ্রনাথ মোহন্ত ও লুৎফর রহমান সহ আরও অনেকে।

বঙ্গবন্ধু ভবনের ৪ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার বলেন, শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার প্রসারে ব্যতিক্রমী কাজে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সর্বদা এগিয়ে। অর্থাৎ শিক্ষার মান উন্নয়নে সকল ধরণের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ভবনের ৪ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ শুরু হলো। এই ভবনটির কাজ সম্পূর্ণ হলে শিক্ষার্থীদের আরও ভালভাবে তাদের শ্রেণিতে পাঠদানে মনোযোগি হয়ে উঠবে। বগুড়া জেলা তথা রাজশাহী বিভাগের মধ্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সব সময় এগিয়ে রয়েছে। আগামীতে এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD