July 27, 2024, 5:53 am

কবি শিবলী মোকতাদির এর ৫৫তম জন্মদিন আজ

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য, কবি-প্রাবন্ধিক শিবলী মোকতাদির এর ৫৫তম জন্মদিন আজ। তিনি ১৯৬৯ সালের ১১ জুন বগুড়া জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ মোবারক হোসেন তালুকদার এবং মাতার নাম মমতাজ বেগম। কবি শিবলী মোকতাদির এর ১২ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থসমূহ হলো- ধানের রচনা দিলে পত্রে (কাব্যগ্রন্থ), ছন্দের নান্দনিক পাঠ (প্রবন্ধগ্রন্থ), নিষিদ্ধ পুষ্টির কোলাহল (কাব্যগ্রন্থ), সোনার কার্তুজ (কাব্যগ্রন্থ ), রৌদ্রবঞ্চিত লোক (মুক্তগদ্য), ব্যবহারিক বিস্ময় (কাব্যগ্রন্থ), দুর্ভিক্ষের রাতে (কাব্যগ্রন্থ), কায়া ও কৌতুকী (কাব্যগ্রন্থ), ছন্দকথা (প্রবন্ধগ্রন্থ), চকে আঁকা চোখ (কাব্যগ্রন্থ), বিনয়ী বাঁশির সুর (মুক্তগদ্য) এবং অনুতপ্ত আগুনের পাশে (কাব্যগ্রন্থ)। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। পুরস্কারসমূহ হলোঃ কবি আব্দুর রউফ স্মৃতি সাহিত্যপদক ২০১১ (কবিতায়), কবি কাজী রব স্মৃতি পুরস্কার ২০১২ (কবিতায়), বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১২ (কবিতায়), সাপ্তাহিক চলনবিলের আলো গুণীজন সম্মাননা ২০১২ (প্রবন্ধে), মহিয়সী সাহিত্য ও পাঠচক্র সম্মাননা ২০১৩ (সংগঠক), শেরপুর সংস্কৃতি পরিষদ সম্মাননা ২০১৭ (গদ্য সাহিত্যে), ‘কবিকুঞ্জ’ পদক (কবিতায়) ২০১৯, ‘লোক’ লেখক সম্মাননা (কবিতায়) ২০২০ এবং ‘বামিহাল’ সাহিত্য পুরস্কার (কবিতায়) ২০২২। কবির জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে আজ সন্ধ্যা ৭ টায় ম্যাক্স মোটেলে কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে এবং কবির জন্মদিন উপলক্ষে প্রকাশিত তার কাব্যগ্রন্থ ‘অনুতপ্ত আগুনের পাশে’ মোড়ক উন্মোচন করা হবে।

কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির এর জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার, কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি শোয়েব শাহরিয়ার, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, কবি খৈয়াম কাদের, এ্যাড. পলাশ খন্দকার, প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, সংস্কৃতজন গোলাম সাকলায়েন বিটুল, কবি মাহমুদ হোসেন পিন্টু, সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক, সহসভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সহ সাধারণ সম্পাদক এম রহমান সাগর, গণসংযোগ সম্পাদক এস এম আনিছুর রহমান, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, নির্বাহী সদস্য কামরু নাহার কুহেলী, আমির খসরু সেলিম, শুভ্রা সাহা ও পবিত্র প্রামাণিক এবং বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক সাফওয়ান আমিন ও কবি শাহাদত হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD