April 24, 2024, 10:29 am

বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় নাটকের অন্যতম দল বগুড়া থিয়েটারের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী চার দিনব্যাপী নানা আয়োজনে পালন করা হয়েছে। প্রথম দিন ২৯ মে বগুড়া থিয়েটারের সেলিম আল দীন মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা, নাটকের গান পরিবেশন ও শেষে নাটক ভাগীদার মঞ্চায়ন হয়। ২য় দিন ৩০ মে সেলিম আল দীন মঞ্চে অনুষ্ঠিত হয় বগুড়া থিয়েটারের নাট্যকর্মীদের দ্বারা নির্মীত ও অভিনীত চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা। ৩য় দিন, ৩১ মে বগুড়া শহরের উডবার্ন মিলনায়তনে মঞ্চায়িত হয় বগুড়া থিয়েটারের নতুন নাটক চক্ষুদান। নাটকটি রচনা করেছেন গৌতম রায়, নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদত হোসেন, গাজী আশা, অলক পাল, সুপিন বর্মন ও বিধান কৃষ্ণ রায়। নাটকটিতে আবহ নির্মান করেছেন সোবহানি বাপ্পী, সেট নির্মাণ করেছেন বিশাল চাকী, রবিউল করিম ও আতিক। ৩য় দিনে দুই গুণীজনকে খন্দকার গোলাম কাদের ও এ,এইচ আজম খান পদক প্রদান করা হয়। এ বছর খন্দকার গোলাম কাদের পদক পান বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ডাঃ মকবুল হোসেন, এ,এইচ,আজম খান পদক পেলেন যাত্রা পরিচালক মাছুদুল হক বাচ্চু। নাটক শেষে খন্দকার গোলাম কাদের ও এ,এইচ আজম খান পদক প্রদান এবং ও বৈশাখী মেলায় অনুষ্ঠিত প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ করা হয়।

চতুর্থ দিন ১ জুন বগুড়া থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত হয় বগুড়া থিয়েটার আড্ডা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুর রশিদ রাজা, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক জাকিউল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক অলক পাল, নির্বাহী সদস্য বিধান কৃষ্ণ রায়, সবুজ চন্দ্র বর্মন, সুপিন বর্মন, সোবহানি বাপ্পী, রবিউল করিম হৃদয় ও কলেজ থিয়েটারের নাট্যকর্মী বৃন্দ। খবর বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD