July 27, 2024, 5:06 am

বোচাগঞ্জে কোরবানির জন্য প্রস্তুুত ২৮ হাজার গবাদিপশু

বোচাগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৪ উদযাপন উপলক্ষে নিরাপদ গবাদিপশুর মাংস উৎপাদনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২৮ হাজার ৪ শত ৭০টি কোরবানিযোগ্য গবাদিপশু প্রস্তুুত রয়েছে। এ বছর উপজেলার মোট কোরবানির গবাদিপশুর চাহিদা রয়েছে ২ হাজার ১ শত ৮৮টি। যার মধ্যে উদ্বৃত্ত রয়েছে ৬ হাজার ৩৮২টি।

বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু কায়েস বিন আাজিজ জানান, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ছোট বড় ২ হাজার ৪শটি ছোট ও বড় গরুর খামার রয়েছে। এর মধ্যে ৮০টি বড় খামার রযেছে। এসব ছোট বড় খামারে গরু ১১ হাজার ৪শত ৯৮টি, ছাগল ১৫ হাজার ৭শত ৭৫টি ও ভেড়া ১ হাজার ১শত ৯৭টি। গবাদিপশু পালনকারী খামারিরা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও পুর্বে থেকেই অত্যন্ত যতœ সহকারে কোরবানীযোগ্য গবাদিপশু প্রস্তুুত করতে থাকে। তারই ধারাবাহিকতায় কোরবানীর জন্য এসব গরু বিভিন্ন এলাকা থেকে আসা বেপারী ও বাজারে বিক্রি করার প্রস্তুুত চলছে পুরোদমে।

উপজেলার বেশ কয়েকজন খামার মালিকের সাথে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এবছরও গরুর দাম ভাল। তারা আশা করছে কোরবানির মৌসুমে খামারের গরু বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন তারা।

বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে সার্বক্ষণিক সেবা পেয়ে থাকেন উপজেলা খামার মালিকরা।

তবে বাজারে পশু খাদ্যের দাম বেশী ও গরুর বিভিন্ন রোগের কারণে অনেক বড় খামারিরা ইচ্ছে থাকলেও চাহিদার তুলনায় বেশি গরু লালন পালন করতে সাহস পায় না। তবে যতটুকু তারা করেছে তাতেই তারা সন্তুুষ্ট প্রকাশ করেছেন। সব খরচ বাদ দিয়ে আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD