July 27, 2024, 1:33 am

মুক্তিযোদ্ধাদের বাদ দিলে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ

যমুনা নিউজ বিডি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের বাদ দিলে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ, মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ।তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক।’

গতকাল রবিবার দুপুরে ঢাকার তেজগাঁও শিল্প অঞ্চলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা পরিষদ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, একমাত্র আপনাদের জন্যই আজ আমরা স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের হাতে সবুজ পাসপোর্ট। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি, ঠিক একইভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতাবিরোধী চক্রকে রুখে দিতে হবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের জন্য কলংঙ্ক। এ কলংঙ্ককে মুছে ফেলতে না পারলে আগামী প্রজন্মকে এর খেসারত দিতে হবে। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানাই।’

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমি জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি যে সকল উন্নয়ন করেছি বিগত দিনে কোনো জেলা পরিষদ এমন উন্নয়ন করেছে বলে আমার জানা নেই। গত ছয় বছরে আমি প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন করেছি। আজ ঢাকা জেলায় ২০০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হচ্ছে। আমি যতদিন শেখ হাসিনার উপহার জেলা পরিষদের দায়িত্বে থাকবো ইনাশাআল্লাহ আমার এই ধারাবাহিকতা বজায় থাকবে। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা ২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি, ঢাকা জেলা সংরক্ষিত আসনের সাংসদ শেখ আনার কলি পুতুল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা পরিষদের প্রধান প্রকৌশলী মেহদী হাসান, সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাক, উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, সদস্য আরিফুর রহমান, শিলারা রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD