July 27, 2024, 4:44 am

বগুড়ায় নিম্নমানের মসলা মজুদের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : মসলার বাজার স্থিতিশীল রাখতে বগুড়ার মসলার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে।

এরই অংশ হিসেবে আজ শনিবার (১ জুন) বগুড়া শহরের বাদুরতলা এলাকায় মিলন ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের ম্যানেজারের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের বাদুরতলা এলাকায় একটি মসলার গোডাউন রয়েছে যেখানে নিম্ন মানের ও পোকা ধরা মসলা রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ন পোকা খাওয়া মসলা পাওয়া গেছে।

এছাড়াও বিভিন্ন ব্যান্ডের মসলার খালি প্রঅকেট পাওয়া গেছে। পোকা ধরা ও নিম্ন মানের মসলা মজুদের কারণে ওই প্রতিষ্ঠানের ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল হালিমের ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিম্নমানের পোকা ধরা মসলা একটি ঘরে রেখে সীলগালা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD