March 28, 2024, 3:58 pm

কুমিল্লায় বিএনপির দুই সাংগঠনিক জেলা কমিটি বিলুপ্ত

যমুনা নিউজ বিডিঃ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির দু’টি সাংগঠনিক জেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নতুন করে এই প্রথম কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং সদস্য সচিব করা হয়েছে বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনকে। অপর দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এবং সদস্য সচিব করা হয়েছে এএফএম তারেক মুন্সীকে। এছাড়াও নব গঠিত কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা আমিরুজ্জামান আমির এবং সদস্য সচিব করা হয়েছে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে।

৩টি ইউনিটে সাংগঠনিক কমিটির আহ্বায়ক কমিটি গঠন প্রসঙ্গে রাতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এছাড়া ২০১১ সালে মহানগরের যাত্রা শুরু হলেও আমরা কমিটি গঠন করতে পারেনি। দলের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে ৩টি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এগুলিতে শিগগিরই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD