July 27, 2024, 5:07 am

নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারের শপথ

যমুনা নিউজ বিডি: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দারকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে চীফ হুইপ নূর ই আলম চৌধুরী, এমপি, হুইপ ইকবালুর রহিম, এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু, এমপি, হুইপ সানজিদা খানম, এমপি এবং মো. নাসের শাহরিয়ার জাহেদী, এমপি উপস্থিত ছিলেন। শপথ শেষে রীতি অনুযায়ী মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD