July 27, 2024, 4:50 am

অনুমতিবিহীন খোলা সেমাই বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর সাহেব বাজারে অনুমতি ছাড়াই খোলা সেমাই বিক্রির অভিযোগে পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজামান। তিনি বলেন, পদ্মা পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ নামের এক প্রতিষ্ঠানের সেমাই বিক্রির কোনো অনুমতি নেই। তারপরও তারা বিক্রি করছেন। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও রাজশাহীর সাহেব বাজারের মাছ, মাংস, সবজি, মসলা, তেলসহ বিভিন্ন জিনিসের ওপরে মনিটরিং করা হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD