July 27, 2024, 5:36 am

রেকর্ড ভেঙে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা

সিলেট প্রতিনিধি: সিলেটে এক দিনের ব্যবধানে পূর্বের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি। এরও আগে গত ১৬ মে চলতি বছরের প্রথম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শুক্রবার বিকাল তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে।

এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ার ফলে অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। তবে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD